স্কুলছাত্রের মাথার ওপর দিয়ে চলে গেল বাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০২:৪০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯
ফাইল ছবি

ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসচাপায় মো. শরীফ (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে লালমোহন উপজেলার দত্তপাড়া সংলগ্ন চৌরাস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে নিহতের সহপাঠীরা।

নিহত শরীফ ভোলার লালমোহন উপজেলার গুচ্ছ গ্রামের আবুল কাসেমের ছেলে ও লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, সকালে স্কুলছাত্র শরীফ প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বাই সাইকেল নিয়ে বের হয়। পড়া শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে চরফ্যাশন থেকে ভোলাগামী গুলজার পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস চৌরাস্তা এলাকায় তাকে চাপা দেয়। এতে সড়কে তার মাথার মগজ বেরিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে নিহতের সহপাঠীরা।

লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। ঘাতক বাসটিকে বোরহানউদ্দিন উপজেলার দালাল বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

জুয়েল সাহা বিকাশ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।