সৌদিয়া পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯

 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় সৌদিয়া পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে উল্টে গেছে। এ ঘটনায় সামশুল আলম (৫৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

শনিবার দুপুরে পটিয়া বাইপাস সড়কের সাব-রেজিস্ট্রার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জাগো নিউজকে জানান, সৌদিয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে। এ ঘটনায় সামশুল আলম নামে এক বাসযাত্রী মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ভর্তি করা হয়েছে।

আবু আজাদ/জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।