কুষ্টিয়ায় ডেঙ্গুতে স্কুলছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯
ফাইল ছবি

কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুঁথি (১১) নামের ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

যুঁথি ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের নবগাঙ্গা গ্রামের জয়নাল আলীর মেয়ে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. রওশন আরা জানান, যুঁথি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১৩ সেপ্টেম্বর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে চিকিৎসা শেষ না করেই পরিবারের সদস্যরা তাকে বাড়ি নিয়ে যায়। মঙ্গলবার দুপুরে যুঁথির অবস্থার অবনতি হলে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ নিয়ে ভেড়ামারা উপজেলাতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হলো।

আল-মামুন সাগর/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।