তিনি ডলার প্রতারক চক্রের ‘ওসি’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ডলার প্রতারক চক্রের ওসি হিসেবে পরিচিত শফিক হোসেনকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে বীরগঞ্জ-গড়েয়া সড়কের গড়েয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডলার প্রতারক শফিক হোসেন বীরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গাইবান্ধার ইব্রাহিম, মাসুদ ও নজরুল নামের তিন ব্যক্তিকে কম দামে ডলার দেয়ার কথা বলে সোমবার বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নে আরাজী মিলনপুর গ্রামে নিয়ে যায় শফিক ইসলাম। এ সময় ওই গ্রামের সুজনের বাড়িতে রাসেলের নেতৃত্বে ডলার প্রতারক চক্রের ১০-১২ জন সদস্য মারপিট করে ৬ লাখ ৬৪ হাজার টাকা ও ছয়টি মোবাইল কেড়ে নেয়। একইভাবে ওই গ্রামে ডলারের জন্য গিয়ে প্রতারণার শিকার হয় ইব্রাহিম, মাসুদ ও নজরুল।

প্রতারণার শিকার ইব্রাহিম, মাসুদ ও নজরুল মঙ্গলবার বীরগঞ্জ থানায় অভিযোগ করলে এসআই তৌহিদ অভিযান চালিয়ে ডলার প্রতারক চক্রের ওসি হিসেবে পরিচিত শফিক হোসেনকে গ্রেফতার করে। তার কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।

বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শাকিলা পারভীন বলেন, প্রতারণার মামলা দিয়ে বুধবার সকালে শফিক হোসেনকে চালান দেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হয়েছে।

এমদাদুল হক মিলন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।