প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:১২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ধর্মপাশায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সজিবকে (২২) আসামি করে রোববার নারী শিশু ও নিযার্তন দমন আইনে ধর্মপাশা থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা।

মামলা সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে সজিব ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়াসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ওই ছাত্রী তার বাবাকে জানায়। এরপর তিনি (ছাত্রীর বাবা) সজিবকে শাসিয়ে দেন এবং সতর্ক করেন। গত বুধবার সকাল সাড়ে ৯টায় ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার সময় সজিব তাকে জোর করে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সজিব সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম বলেন, এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মোসাইদ রাহাত/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।