৪৩ বস্তা ভিজিডির চাল বিক্রি করে দিলেন দুস্থরা!
নাটোরের সিংড়া উপজেলার তাজপুর বাজার থেকে দুস্থদের উন্নয়নের জন্য বরাদ্দ দেয়া ভিজিডির ৪৩ বস্তা চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চালগুলো জব্দ করা হয়।
সূত্র জানায়, গতকাল মঙ্গলবার তাজপুর ইউনিয়ন পরিষদে ভিজিডির চাল বিতরণ করা হয়। প্রতিটি কার্ডের বিপরীতে তিন বস্তা করে চাল পান কার্ডধারীরা। পরে উপকার ভোগীর ১৩ জনের কাছ থেকে ৪৩ বস্তা চাল ক্রয় করেন তাজপুর গ্রামের ওফিজ উদ্দিনের ছেলে আলতাফ হোসেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর নেতৃত্বে তাজপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ৪৩ বস্তা চাল জব্দ করা হয়।
চালের ক্রেতা আলতাফ হোসেন জানান, তিনি তাজপুর ইউনিয়ন পরিষদের কার্ডধারীদের কাছ থেকে এই চাল ক্রয় করেছেন। তিনি চালগুলো বিক্রির জন্য বাজারে রেখেছিলেন। এটা কোনো অবৈধ চাল নয়।
তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বলেন, চাল বিক্রিকারী ১৩ জন কার্ডধারীকে শনাক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তাদের কার্ড বাতিলের ব্যবস্থা করা হবে।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন, সরকারি কোনো সুবিধা ভোগের কার্ড বিক্রি বা চাল বিক্রির নিয়ম নেই। যারা ভিজিডি কার্ডের চাল বিক্রি করেছে তাদের কার্ড বাতিল করা হবে।
রেজাউল করিম রেজা/আরএআর/পিআর