ভেড়ামারায় ট্যাংকলরি বিস্ফোরণে বডি মিস্ত্রি নিহত
কুষ্টিয়ার ভেড়ামারায় তেলবাহী ট্যাংকলরি বিস্ফোরণে সেলিম শেখ (২৮) নামে এক বডি মিস্ত্রি নিহত হয়েছেন। তিনি ভেড়ামারা পৌরসভা ৯ নং ওয়ার্ডের (চাঁদগ্রাম) দক্ষিণ রেলগেট এলাকার সিরাজ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে ভেড়ামারা বারমাইল এলাকার মতিয়া ফিলিং স্টেশনের একটি তেলবাহী লরিতে মেরামত কাজ করছিলেন সেলিম। গাড়ির টাংকির মুখ না খুলে ঝালাই করার কারণে পেছনের অংশ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খবির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি টিম সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
আল-মামুন সাগর/এমএমজেড/পিআর