ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১১:১৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নাটোরের নলডাঙ্গায় যুবলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন পরিষদ মোড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় যুবলীগের দুই গ্রুপের শান্ত, কুদ্দুস, সিরাজ, সোয়ান ও নয়ন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় বাপ্পী নামের এক যুবক তার স্ত্রীকে নিয়ে বাসুদেবপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয় শহীদ নামের আরেক যুবক তার স্ত্রীকে ইভটিজিং করে। এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পযার্য়ে দুইজনই স্থানীয় ইউনিয়ন যুবলীগের নেতা নয়ন ও সোয়ানের কাছে বিচার দেন।

এ নিয়ে যুবলীগ নেতারা দুই গ্রুপে বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ইউনিয়ন যুবলীগের নেতা শান্ত, নয়ন, কুদ্দুস ও সোয়ান আহত হন।

ঘটনার সত্যতা স্বীকার করে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান জানান, পরিস্থিতি শান্ত করতে পুলিশ পাঠানো হয়েছে।

রেজাউল করিম রেজা/জেএইচ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।