সহকর্মীর শিশুকন্যাকে যৌন নিপীড়ন, শিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯
প্রতীকী ছবি

ঝালকাঠির কাঁঠালিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় জাকির হোসেন নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ৪৫ নং বড় কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। বাড়ি উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামে, বাবার নাম আব্দুল খালেক।

রোববার (২৯সেপ্টেম্বর) রাতে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিশুটির মা বাদী হয়ে জাকির হোসেনের বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। এরপর ওই রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।

মামলার উদ্ধৃতি দিয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, সহকারী শিক্ষক জাকির হোসেন তৃতীয় শ্রেণিতে বাংলা বিষয়ে পাঠদানের সময় দীর্ঘদিন ধরে শিশুটিকে নানা অযুহাতে যৌন নিপীড়ন করে আসছিলেন। গত ২১ সেপ্টেম্বর রাতে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। তার মাও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এরপর তিনি বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন। পরে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন। সে অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত চলছিল।

তিনি আরও জানান, অভিযুক্ত শিক্ষক জাকির হোসেনকে গ্রেফতারের পর সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

মো. আতিকুর রহমান/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।