‘শুধু ঢাকা শহরে নয়, সারাদেশে শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ০১ অক্টোবর ২০১৯

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শেখ হাসিনা সরকার সব সময়ই যেকোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে সক্রিয়। দেশের উন্নয়নের লক্ষ্যে সচেষ্ট। তারই অংশ হিসেবে শুদ্ধি অভিযান চলছে। শুধু ঢাকা শহরে নয়, দলমত নির্বিশেষে সারাদেশে এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Dipumoni

মন্ত্রী বলেন, ক্যাসিনো থেকে শুরু করে দুর্নীতিবাজ কেউই পার পাবে না। কোনো দল দেখে শুদ্ধি অভিযান চালানো হয় না। সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজরা কোন দলের, শেখ হাসিনা তা দেখেন না। তিনি দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন, দেশের মানুষ তাকে সমর্থন দিয়ে যাচ্ছে।

পরে তিনি বিভিন্ন সংগঠনের আয়োজনে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন।

ইকরাম চৌধুরী/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।