ম্যাজিস্ট্রেটের কাছে ১০০ টাকায় পেঁয়াজ বিক্রি করে ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:১১ পিএম, ০৩ অক্টোবর ২০১৯

ক্রেতা সেজে কাঁচাবাজারে পেঁয়াজের দোকানে অভিযান চালিয়েছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান। এ সময় ১০০ টাকা পেঁয়াজের কেজি ৬০ টাকায় বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খানের নেতৃত্বে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজারসহ বেশ কয়েকটি বাজারে এ অভিযান চালানো হয়।

সাধারণ ক্রেতা সেজে পেঁয়াজের দাম জিজ্ঞাসা করে দুজন ব্যবসায়ীর কাছ থেকে ১০০ টাকা দরে এক কেজি করে পেঁয়াজ কিনেছেন ম্যাজিস্ট্রেট। এরপর নাজিরপুর পেঁয়াজের পাইকারি বাজার ও খুচরা বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন দোকানিকে দুই হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে স্থানীয় চাঁচকৈড় বাজারে একইভাবে অভিযান চালিয়ে আরও তিন দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। সেখানেও পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্য না নেয়ার জন্য সতর্ক করে দেন।

এরপরই ১০০ টাকা কেজি দরের পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে বিক্রি শুরু হয়। এতে হাজারও ক্রেতার ভিড় জমে যায় এবং উৎসবমুখর পরিবেশে পেঁয়াজ কেনেন ক্রেতারা।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হাসান খান বলেন, অভিযানে পেঁয়াজের অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগের সত্যতা পাওয়ার প্রেক্ষিতে হামিদ, রাজু এবং হাবিবসহ ছয় ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্য ব্যবসায়ীদের সতর্ক করলে নিজ থেকে স্বাভাবিক মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা।

এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।