সম্মেলনে ভাঙচুর ও বোমার বিস্ফোরণ ঘটিয়েছে আ.লীগের নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ০৬ অক্টোবর ২০১৯

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদকের নাম ঘোষণাকে কেন্দ্র করে ভাঙচুর ও বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

পরে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে এ ঘটনায় কেউ হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, শনিবার ছিল বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ ছিল। সভাপতি প্রার্থী আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক প্রার্থী রুবেল মাহমুদ রতন ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল রানা পবনের নেতৃত্বে বিশাল মিছিল সম্মেলনে যোগ দেয়।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান মিঠু। ভেড়ামারা পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য রফিকুল ইসলাম চুন্নু সম্মেলনে বক্তব্য দেন।

সম্মেলনে বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের তিন বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে শামিম আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে উজ্জল হোসেনের নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পরপরই বিক্ষুব্ধ নেতাকর্মীরা উজ্জল হোসেনকে জনবিচ্ছিন্ন নেতা অভিহিত করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। উত্তেজিত নেতাকর্মীরা চেয়ার-টেবিল ভাঙচুর করে ১০-১২টি বোমার বিস্ফোরণ ঘটায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বোমা বিস্ফোরণের একপর্যায়ে বিদ্যালয়ের বাইরে মূল সড়ক দখল করে নেতাকর্মীরা বিক্ষোভ করে। এ সময় চরম আতঙ্ক ছড়িয়ে পড়লে সাবেক চেয়ারম্যান সোহেল রানা পবনকে মাইকে বিক্ষোভকারীদের শান্ত হয়ে দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দেন। পরে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু বলেন, সফলভাবে বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনের সভাপতি এবং সম্পাদকের নাম ঘোষণা করার পর কতিপয় উচ্ছৃঙ্খল নেতাকর্মী চেয়ার-টেবিল ভাঙচুর করে বোমার বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ আহত হয়নি।

ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবাইদুল্লাহ বলেন, সম্মেলন শেষ হওয়ার পর বিক্ষুব্ধ সমর্থকরা ভাঙচুর চালিয়ে বিস্ফোরণ ঘটায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন নেতাকর্মীরা। তবে কেউ হতাহত হয়নি।

আল-মামুন সাগর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।