বাসের চাকায় পিষ্ট হলেন একই পরিবারের দুজন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১১ অক্টোবর ২০১৯

মাগুরায় বাসের চাকায় পিষ্ট হয়ে একই পরিবারের দুইজন নিহত এবং এক শিশু গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে মাগুরা-ঝিনাইদহ সড়কের হাওড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সদর উপজেলার হাজীপুর ইউনিয়নে বগুড়া গ্রামের মৃত আব্দুল বারিক মোল্যার ছেলে পিকুল মোল্যা (৪৫) ও শ্রীরামপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী আরজিনা খাতুন। নিহতরা সম্পর্কে ভাবি-নন্দাই।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঝিনাইদহ থেকে মাগুরাগামী একটি যাত্রীবাহী বাস অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে দুইজন ঘটনাস্থলেই নিহত হন এবং অপর শিশুটি গুরুতর আহত হয়।

মাগুরা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাফর জানান, ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। মরদেহ দুটি ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. আরাফাত হোসেন/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।