পুলিশি হয়রানির প্রতিবাদে নাটোরে স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১৫ অক্টোবর ২০১৯

বিভিন্ন সময়ে পুলিশি হয়রানির প্রতিবাদে ও গ্রেফতার দুই স্বর্ণ ব্যবসায়ীর নিঃশর্ত মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট করছে নাটোর সদরের স্বর্ণ ব্যবসায়ী ও কারিগররা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি নাটোর জেলা শাখা এই ধর্মঘটের ডাক দেয়। এর সঙ্গে একাত্মতা ঘোষণা করে কারিগর সমিতিও তাদের কাজ বন্ধ রেখেছে।

স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা জানান, সোমবার রাতে ডিবি পুলিশ পরিচয়ে শহরের পিলখানা এলাকার দেবাশীষ বল ঘর অ্যান্ড জুয়েলারি স্টোরের মালিক বাবলু দে এবং আয়েশা জুয়েলার্সের মালিক লিটন খাঁকে আটক করে নিয়ে যায়। পরে এ বিষয়ে জানতে ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আটকের কথা স্বীকার করলেও এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলতে রাজী হয়নি।

Natore

নাটোর জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক ভক্ত চক্রবর্তী অভিযোগ করেন, বিভিন্ন সময়ে পুলিশ স্বর্ণ ব্যবসায়ী ও কারিগরদের আটক করে হয়রানি করে থাকে। এর প্রতিবাদে ও গ্রেফতার দুই ব্যবসায়ীর নিঃশর্ত মুক্তির দাবিতে নাটোর সদর উপজেলার সকল স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে কারিগর সমিতিও একাত্মতা ঘোষণা করেছে।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সুনির্দিষ্ট অভিযোগে লিটন খাঁ ও বাবলুকে গ্রেফতার করা হয়েছে।

রেজাউল করিম রেজা/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।