বাসযাত্রীর ট্রাভেল ব্যাগে ১৯ হাজার ইয়াবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২০ অক্টোবর ২০১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে বাসযাত্রীর ট্রাভেল ব্যাগ থেকে ১৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মোশাররফ হোসেন নামে ওই বাসযাত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার রাত ১টার দিকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ট্রাভেল ব্যাগে থেকে দুটি মোবাইল, তিনটি সিম কার্ড ও নগদ ১৮ হাজার ৪০০ টাকা পাওয়া যায়।

ফেনী র‌্যাব-৭-এর সহকারী পরিচালক মো. নুরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মহাসড়কের লালপোল এলাকার মুহুরী ফিলিং স্টেশনসংলগ্ন ঢাকামুখী লেনে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালায় র্যাব। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশিকালে এক যাত্রী হঠাৎ দৌড়ে পালানোর চেষ্টা করে। তাকে ধাওয়া দিয়ে গ্রেফতার করা হয়। পরে তার ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার ৪০০ পিস ইয়াবা, দুটি মোবাইল, তিনটি সিম কার্ড ও নগদ ১৮ হাজার ৪০০ টাকা পাওয়া যায়।

মোশাররফ হোসেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাতমারা এলাকার নুরুল ইসলামের ছেলে। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলে র্যাবকে জানিয়েছেন মোশাররফ।

রাশেদুল হাসান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।