নেত্রকোনায় হাসপাতাল থেকে শিশু চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৩ অক্টোবর ২০১৯
সন্তান চুরি হওয়ায় বাক প্রতিবন্ধীর আহাজারি (মাঝে)

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে এক বাকপ্রতিবন্ধী নারীর কোল থেকে আড়াই বছরের সন্তান রোহা মণিকে নিয়ে গেছে এক দুর্বৃত্ত। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের মেডিসিন (পুরুষ) ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির বাবা জামান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের বুয়ালজানা গ্রামের বাসিন্দা।

জামান উদ্দিন জানান, প্রতিদিনের মতো আজ (বুধবার) সকালে রোগীদের দেখতে আসেন চিকিৎসক। তখন রোগীর স্বজনদের বাইরে বের করে দেয়া হয়।

এ সময় তার স্ত্রী (বাকপ্রতিবন্ধী) সন্তান রোহাকে নিয়ে বাইরে বের হলে অপরিচিত এক লোক তার কোল থেকে রোহাকে নিয়ে উধাও হয়ে যান।

খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলালসহ পুলিশ সদস্যরা হাসপাতাল পরিদর্শন করেন। এসআই দুলাল জানান, শিশুটিকে উদ্ধারে চেষ্টা চলছে।

জেলা সিভিল সার্জন (সিএস) ডা. তাজুল ইসলাম খান জানান, সদর হাসপাতাল থেকে একটি শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে।

কামাল হোসাইন/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।