স্লোগান দেয়া নিয়ে কেন্দ্রীয় নেতার সামনে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৫:১০ পিএম, ২৬ অক্টোবর ২০১৯

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালীন স্লোগান দেয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার দুপুরে লালমনিরহাট মিশন মোড়ে জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত পাঁচ নেতাকর্মীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপনের ছেলে অনন (২৩) ও গোকুন্ডা যুবলীগের সদস্য তারেকের (৩০) নাম জানা গেছে।

পুলিশ ও নেতাকর্মীরা জানান, জেলা পরিষদ অডিটোরিয়ামে বর্ধিত সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক সভামঞ্চে আসার সঙ্গে সঙ্গে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।

Lalmonirhat-(2)

কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অডিটোরিয়াম মাঠে স্লোগান দেয়া নিয়ে জেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের লালমনিরহাট সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সভাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রবিউল হাসান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।