ড্রীম হলিডে পার্কে পদ্মা সেতুর উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ২৬ অক্টোবর ২০১৯

প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. নজিবুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। দেশের উন্নয়নের ক্ষেত্রে যে রোডম্যাপ তৈরি করা হয় সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্থানীয় প্রশাসন। কারণ স্থানীয় প্রশাসনের বিভিন্ন মতামতসহ ক্যাবিনেটে সেটি পর্যলোচনার পর বাস্তবায়নের জন্য কাজ করা হয়।

শনিবার বিকেলে নরসিংদীর ড্রীম হলিডে পার্কে পদ্মা সেতুর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ড্রীম হলিডে পার্কে পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। সেটা অবশ্যই ভালো উদ্যোগ। যা দেখে মানুষ বুঝতে পারবে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে ড্রীম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নরসিংদী ২ (পলাশ) আসনের সাংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহেদ চৌধুরী, রমনী গ্রুপরে ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন ভুইয়া লিটন, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল হাসান প্রমুখ।

সঞ্জিত সাহা/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।