অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ৩১ অক্টোবর ২০১৯

টাঙ্গাইলের কালিহাতীর বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) চান মাহমুদ পাকির আলীকে গুলি করে হত্যার চেষ্টা করেছে সন্ত্রীসারা। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গেছেন তিনি। গতকাল বুধবার রাত ১০টার দিকে বল্লা বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই সন্দেহভাজন আটজনকে আটক করেছে পুলিশ।

চেয়ারম্যান পাকির আলীর ছোট ভাই আবদুল্লাহ বলেন, তিনি বল্লা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে বাজারের দক্ষিণ পাশে আহম্মদ আলী নেতার বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে দুটি মোটরসাইকেলে চারজন মুখোশধারী দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, স্থানীয়রা সন্দেহভাজন আটজনকে চারটি মোটরসাইকেলসহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। আজ মামলা হবে।

এদিকে ইউপি চেয়ারম্যান পাকির আলীকে হত্যার উদ্দেশ্যে করে গুলি ছোঁড়ার সংবাদ রাতেই সারা উপজেলায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তাঁত শিল্প অধ্যুষিত বল্লা এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। চাঁন মাহমুদ পাকির আলী বল্লা বণিক সমিতির বর্তমান সভাপতি ও বঙ্গের আলীগড় খ্যাত টাঙ্গাইলের সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক।

আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।