উত্ত্যক্ত করার সময় কিশোর গ্যাং চক্রের ৫ সদস্য আটক
কিশোরগঞ্জে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে কিশোর গ্যাং চক্রের ৫ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ লাইন্স-এর সামনে থেকে তাদের আটক করা হয়। তারা হলেন, জিসান (১৮), জাকির আহমেদ জনি (১৮), আবুল খায়ের সায়েম (১৮), রাকিব (১৮) ও মনসুর আলম তানভীর (১৮)। তাদের বাড়ি শহরের গাইটাল এলাকায়।
জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শ্যামল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাইন্স এর সামনে মেয়েদের উত্ত্যক্ত করা হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এইচ এম খোদাদাদ হোসেন তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত কিশোর অপরাধীদের কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়।
নূর মোহাম্মদ/এমএএস/জেআইএম