রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল পরিদর্শনে নেপাল অ্যাম্বাসেডর
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের অ্যাম্বাসেডর ডা. বানসিধা মিশ্র।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন নেপালের অ্যাম্বাসেডর বানসিধা মিশ্র।
এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা. আ. ন. ম নওশাদ খান। পরে মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন এ্যাটাচি শুভাষ মাগার ও সেক্রেটারি রিয়া সেত্রী।
নেপালের রাষ্ট্রদূত ডা. বানসিধা মিশ্র বলেন, বাংলাদেশের সঙ্গে নেপালের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নেপালের অনেক ছেলে-মেয়ে বাংলাদেশে পড়াশোনা করে। এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালের লেখাপড়া এবং চিকিৎসার মান নিয়ে প্রশংসা করেন নেপালের রাষ্ট্রদূত।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতাল অধ্যক্ষ ডা. আ.ন.ম নৌশাদ খানের উপস্থাপনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক রিয়াদ আহম্মেদ তুষারসহ হাসপাতালের শিক্ষকরা।
নূর মোহাম্মদ/এএম/এমএস