২৭ বছর পর বাজিতপুর আ.লীগের সম্মেলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ১০ নভেম্বর ২০১৯

অবশেষে দীর্ঘ প্রায় ২৭ বছর পর কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল সোমাবার (১১ নভেম্বর) সকালে বাজিতপুর ডিগ্রি কলেজ মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এদিকে, সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রার্থীদের পোস্টার-ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।

এরই মধ্যে শেষ হয়েছে সম্মেলনের সব প্রস্তুতি। সম্মেলনের মাধ্যমে বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের একটি শক্তিশালী নেতৃত্ব বেরিয়ে আসবে বলে মনে করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেন এমপি।

kishorgonj

তিনি বলেন, নানা কারণে দীর্ঘদিন সম্মেলন করা যায়নি। তাই সম্মেলনকে ঘিরে বাজিতপুরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ করা যাচ্ছে। সম্মেলনের প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানের পর দলীয় কার্যালয়ে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে ভোটের মাধমে কাউন্সিলররা তাদের পছন্দের নেতা নির্বাচন করবেন।

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিকসহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ আফজলসহ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছেন চারজন। তবে এখনো সভাপতি পদে প্রার্থী পাওয়া যায়নি। দলীয় কোন্দলসহ নানা প্রতিকূলতায় ২৭ বছর ধরে বাজিতপুর আওয়ামী লীগের সম্মেলন হয়নি।

নূর মোহাম্মদ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।