বুলবুলের তাণ্ডবে লোকালয়ে চিত্রা হরিণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ১১ নভেম্বর ২০১৯

বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) সকালে স্থানীয়দের সহযোগিতায় ওই হরিণটি উদ্ধার করা হয়।

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে হরিণটি কোনো পার্ক থেকে ছুটে ওই এলাকায় এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বাগেরহাট সদরের চন্দ্রমহল নামের একটি পার্ক কর্তৃপক্ষ হরিণটি তাদের বলে দাবি করেছে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, একটি হরিণ ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেছে পুলিশ। এরই মধ্যে বাগেরহাট সদরের চন্দ্রমহল নামের একটি পার্ক কর্তৃপক্ষ হরিণটি তাদের বলে দাবি করেছে। বৈধ কাগজপত্র পেলে মালিকের কাছে হরিণটি হস্তান্তর করা হবে।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।