শতভাগ বিদ্যুতের আওতায় গাইবান্ধার তিন উপজেলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১৩ নভেম্বর ২০১৯

শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে গাইবান্ধার ফুলছড়ি, পলাশবাড়ি ও সদর উপজেলা। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুইচ টিপে গাইবান্ধার ৩ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের ফলোক উন্মোচন করেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার (এসপি), সিভিল সার্জন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ৭ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পৌর মেয়র, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতা, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, পেশা ভিত্তিক উপকারভোগী, নারী উদ্যোক্তা, প্রতিবন্ধী, কৃষক, তাঁতী, ইমাম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, পুরোহিতরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা পল্লীবিদ্যুৎ সমিতির আওতাধীন পলাশবাড়ি উপজেলার শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে ১৪৯টি গ্রামে ২৩ হাজার ৩৬১টি বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এজন্য ১০ এমভিএ ক্ষমতা সম্পন্ন একটি উপকেন্দ্র এবং ৬৭৯ কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন স্থাপন করা হয়েছে। ব্যয় হয়েছে মোট ৮৮ কোটি ২৭ লাখ টাকা। গাইবান্ধা সদর উপজেলায় ১৪৩টি গ্রামে ৭৯ হাজার ৪৮২টি বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এজন্য ২০ এমভিএ ক্ষমতা সম্পন্ন দু’টি উপকেন্দ্র নির্মাণ এবং ৮৮৪ কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন স্থাপন করা হয়েছে। মোট ব্যয় হয়েছে ১১৪ কোটি ৫০ লাখ টাকা।

এছাড়া ফুলছড়ি উপজেলার ৪৭টি গ্রামে ১৯ হাজার ৪৮৯টি বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। স্থাপন করা হয়েছে ৩৬৮ কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন। এজন্য মোট ব্যয় হয়েছে ৪৭ কোটি ৮৪ লাখ টাকা।

প্রসঙ্গত, আজ (১৩ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় গাইবান্ধার তিন উপজেলাসহ দেশের ২৩ উপজেলায় শতভাগ বিদ্যুৎ কার্যক্রম এবং ৭টি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাহিদ খন্দকার/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।