রোহিঙ্গা নুরকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:১০ পিএম, ১৫ নভেম্বর ২০১৯

কক্সবাজার শহরের রোহিঙ্গা সন্ত্রাসী নুর জোহারকে (২৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে শহরের পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাহিত্যিকা পল্লী সমিতি বাজার সংলগ্ন ব্রিজের নিচ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রোহিঙ্গা নুর জোহার ওই এলাকায় বসবাসকারী মৃত হোসেন আহমদের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মো. খাইরুজ্জামান জানান, সকালে স্থানীয়রা ওই এলাকার ব্রিজের নিচে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গলাকাটা মরদেহটি উদ্ধার করে। পরে থানার রেকর্ড দেখে হত্যা, ধর্ষণ, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলার আসামি নুর জোহারকে শনাক্ত করা হয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের বিরোধের জের ধরে তাকে গলা কেটে করে হত্যার পর ব্রিজের ওপর থেকে নিচে ফেলে দিয়ে চলে গেছে হত্যাকারীরা। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে পুলিশ তা তদন্ত করছে। হত্যাকাণ্ডের সঠিক তথ্য তদন্তের পর জানা যাবে।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।