পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ১৬ নভেম্বর ২০১৯

পেঁয়াজের সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবি ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা শাখা।

শনিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল সিপিবির জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আসাদুজ্জামান মার্কেটের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী প্রমুখ।

মিহির ঘোষ বলেন, গত দুই মাস ধরে পেয়াঁজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হলেও সরকার কার্যকরী কোনো ব্যবস্থা নিচ্ছে না। অথচ প্রধানমন্ত্রীসহ মন্ত্রীরা প্রতিদিন অগ্রহণযোগ্য বক্তব্য দিয়ে চলেছেন। ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি।

সমাবেশ থেকে পেঁয়াজের দাম স্বাভাবিক করাসহ যারা এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

জাহিদ খন্দকার/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।