পলাশে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ১০:২৯ পিএম, ১৭ নভেম্বর ২০১৯

নরসিংদীর পলাশে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবক নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগদি গ্রামে এবং চরসিন্দুরের সুলতানপুর গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘোড়াশাল পৌর এলাকার বাগদি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রুবেল (৩২) ও চরসিন্দুরের সুলতানপুর গ্রামের আলম মিয়ার রবিন (২৮)।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক জহিরুল আলম জানান, রোববার দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার বাগদী নামক স্থানে পল্লী বিদ্যুৎ-১ এর উপকেন্দ্রে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেলের মৃত্যু হয়। রুবেলের বিরুদ্ধে পলাশ থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

এদিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে একটি নার্সারিতে মটর দিয়ে পানি দিতে যান রবিন। এ সময় বৈদ্যুতিক তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খরব পেয়ে ঘটনাস্থলে আসেন ঘোড়াশাল পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুল ইসলাম, ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. জহির ও এস আই সাহিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ নাসির উদ্দিন জানান, নিহত রুবেলের নামে থানায় একাধিক চুরির মামলা আছে। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সঞ্জিত সাহা/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।