কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনজিও কর্মী খুন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২০ নভেম্বর ২০১৯

টাঙ্গাইলের মির্জাপুরে কিস্তির টাকা আদায় করতে গিয়ে খুন হয়েছেন রণজিৎ কুমার পাল (৩০) নামে এক এনজিও কর্মী। বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মুনসুর গ্রামের একটি ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় ওই গ্রামের ছানোয়ার ও আনোয়ার নামে দুই সহোদরকে আটক করা হয়েছে। নিহত রণজিৎ পাল দিশা নামে একটি এনজিওর ঊর্ধ্বতন ঋণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার পোশামন্ডলপল গ্রামে। বাবার নাম অতুল পাল।

পুলিশ জানিয়েছে, রণজিৎ পাল প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালেও সঞ্চয় ও কিস্তি আদায়ের জন্য বের হন। কয়েকটি সমিতির সঞ্চয় ও কিস্তি আদায় শেষে দুল্যা মুনসুর গ্রামের ছানোয়ার ও আনোয়ারের বাড়িতে কিস্তি আদায় করতে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় বলে ওই এনজিও শাখা ম্যানেজার রওশন আলম জানান।

এদিকে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এনজিওর পক্ষ থেকে দুল্যা মুনসুর গ্রামের সমিতির সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেয়া হয়। বিকেল চারটার দিকে ছানোয়ারের বাড়ির কাছে একটি দোকান ঘরের পাশে রণজিৎ পালের বাইসাইকেল ও ব্যাগ পাওয়া যায়।

এদিকে তার খোঁজ না পেয়ে সন্ধ্যায় মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়রি করে এনজিও কর্তৃপক্ষ। বুধবার সকালে এলাকাবাসী দুল্যা মুনসুর গ্রামের ব্রিজের নিচে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে গলায় রশি বাঁধা অবস্থায় রণজিৎ পালের মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের আকবর হোসেনের দুই ছেলে সানোয়ার হোসেন ও আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে।

এস এম এরশাদ/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।