গাইবান্ধায় নানা অয়োজনে নবান্ন উৎসব পালিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৪:০২ পিএম, ২৩ নভেম্বর ২০১৯

‘এসো মিলি সবে, নবান্নের উৎসবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় নানা আয়োজনে নবান্ন উৎসব-১৪২৬ পালিত হয়েছে। উৎসব উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের বাসভবনের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে শিশু-কিশোর এমনকি বড়রাও নানা সাজে অংশ নেয়।

এই র‍্যালির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। জেলা প্রশাসক আবদুল মতিন এতে স্বাগত বক্তব্য রাখেন।

এ সময় হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেন, নবান্ন উৎসব বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বহুকাল ধরে এই প্রথা চলে আসছে। বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার ফলে দেশে এখন উৎসবমুখর পরিবেশে নবান্ন উৎসব পালিত হচ্ছে।

PIC-Gaibandha-Nobanno--(2)

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পৌর মেয়র মো. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সিভিল সার্জন এবিএম আবু হানিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির, জেলা প্রশাসক কার্যালয়ের ডিডিএলজি মো. রোখজানা বেগম প্রমুখ।

পরে জেলা প্রশাসনের আয়োজনে শহরের স্বাধীনতা প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব, ধান কাটা ও কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

জাহিদ খন্দকার/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।