সুনামগঞ্জে ঝোপে মিলল নবজাতক কন্যা সন্তান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:৫৪ এএম, ২৪ নভেম্বর ২০১৯

সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের মজলিশপুরের নিতাই দাসের বাড়ির পেছনের ঝোপ থেকে এক নবজাতক কন্যা সন্তানকে উদ্ধার করেছে দিরাই থানা পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে দিরাই থানা পুলিশ সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল জানান, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর পঙ্কজ পুরকায়স্থ খবর দিলে আমরা সেখানে গিয়ে নবজাতক কন্যা সন্তানটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করাই। নবজাতকের নাভিতে ক্লিপ লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, হাসপাতাল কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত ধাই দ্বারাই প্রসব করানো হয়েছে। পরে ফেলে যাওয়া হয়েছে শিশুটিকে। আমরা এ বিষয়ে খবর নিচ্ছি।

মোসাইদ রাহাত/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।