নাসিকের কাউন্সিলর পদ ছাড়ছেন আফজাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:০২ পিএম, ২৮ নভেম্বর ২০১৯

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) কাউন্সিলর আফজাল হোসেন তার কাউন্সিলর পদ ও জাতীয় পার্টির দলীয় পদ ছেড়ে দেয়ার ইচ্ছা পোষণ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের বন্দর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান তিনি।

আফজাল হোসেন নাসিকের ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক। তিনি জাতীয় ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন। নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাবেক এমপি প্রায়ত নাসিম ওসমানের হাত ধরে তিনি রাজনীতিতে আসেন।

সংবাদ সম্মেলনে আফজাল হোসেন জানান, অচিরেই আরেকটি সংবাদ সম্মেলন করে দলীয় পদ ও কাউন্সিলরের পদ থেকে অব্যাহতি নেবেন তিনি।

কাউন্সিলর আফজাল হোসেন বলেন, পারিবারিক চাপসহ দলীয় কিছু অদৃশ্য ইশরায় জনগণের সেবা করতে না পারায় আমি এ সিদ্ধান্ত নিয়েছি। এ জন্য আমি আমার কর্মী-সমর্থকদের কাছে ক্ষমা চাই। আশা করি, জনগণ আমাকে ক্ষমা করবে।

তিনি আরও বলেন, আমি কিছু চাপের কারণে জনগণের কাঙ্ক্ষিত সেবা দিতে পারিনি। জনগণ আমাকে ভোট দিয়ে কাউন্সিলর করেছেন তাদের সেবা করার জন্য। কিন্তু আমি তাদের সে সেবা দিতে ব্যর্থ হয়েছি। আমি দলীয় ও কাউন্সিলরের পদ ছেড়ে দিয়ে উন্মুক্ত হয়ে স্বাধীনভাবে বিনা বাধায় আজীবন জনগণের সেবা করে যাব। আমি জনগণের সেবা দেয়ার জন্য দলীয় পদ ও কাউন্সিলর পদের বাধা অতিক্রম করে স্বেচ্ছায় দলীয় ও জনপ্রতিনিধির পদ থেকে সরে যেতে চাচ্ছি। এজন্য আমি সবার সহযোগিতা চাই।

মো. শাহাদাত হোসেন/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।