সখীপুরে লোকালয়ে ১২ ফুট লম্বা অজগর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ০১ ডিসেম্বর ২০১৯

টাঙ্গাইলের সখীপুর থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার সন্ধ্যায় উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের কাউচিচালা গ্রামের থেকে সাপটিকে উদ্ধার করা হয়।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার উপজেলার কাউচিচালা গ্রামের একটি গাছে প্রায় ১২ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের ওই অজগর সাপটিকে দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয় কয়েকজন যুবক সাপটিকে ধরে ফেলে। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করে বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়।

বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া অজগর সাপটিকে তাৎক্ষণিকভাবে প্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।