মাছ চাষিদের জন্য প্রণোদনার ব্যবস্থা করা হবে : ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, এ বছর বন্যায় কৃষি খাতে যেমন ক্ষতি হয়েছে তেমন মৎস্য খাতেও ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি প্রণোদনা দেয়া হলেও মৎস্য চাষিদের সরকারি প্রণোদনার ব্যবস্থা নেই। তাই প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে মৎস্য চাষিরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হলেও ঘুরে দাঁড়াতে পারছেন না। তাই মৎস্য চাষিদের জন্য প্রণোদনার ব্যবস্থা করা হবে।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার হেডকোয়ার্টার বোনারপাড়া মাছ বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা দেয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে সাঘাটা উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা মৎস কর্মকর্তা আব্দুদ দাইয়ান, সাঘাটা উপজেলা পরিষদ চেয়াম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা সহকারী কমিশনার সাকিল আহম্মেদ ও উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন।
জাহিদ খন্দকার/এএম/এমএস