দিনাজপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৯
ফাইল ছবি

দিনাজপুরে শহরে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে আক্তার হোসেন (২৪) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার দুপুরের শহরের মুদিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আক্তার হোসেন জেলার বিরল উপজেলার চককাঞ্চন এলাকার ফয়জার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের শহরের মুদিপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় বেশকিছু নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। দুপুর দেড়টার দিকে আক্তার হোসেন কাজ করতে গিয়ে হঠাৎ দোতলা থেকে পড়ে যান। এ সময় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।