মাগুরায় ট্রাক-নছিমনের সংঘর্ষে গরু ব্যবসায়ীসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ১১ ডিসেম্বর ২০১৯

মাগুরায় ট্রাকের সঙ্গে গরুবাহী একটি নছিমনের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার কাটাখালী আখ ক্রয় সেন্টার এলাকায় মাগুরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার বরুনাতৈল গ্রামের বাসিন্দা গরু ব্যবসায়ী মোতালেব হোসেন (৫৫) ও শ্রীপুর উপজেলার কালীনগর গ্রামের বাসিন্দা নছিমনের চালক অঞ্জন আধিকারী (৪০)।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) তারিকুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে গরু ব্যবসায়ী মোতালেব হোসেন নছিমনে করে গরু নিয়ে যাচ্ছিলেন। এ সময় মাগুরা-যশোর সড়কের কাটাখালী আখ ক্রয় সেন্টার এলাকায় যশোরগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোতালেব হোসেন নিহত হন। গুরুতর আহত অবস্থায় চারজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালক অঞ্জন আধিকারীর মৃত্যু হয়। আহতদের ওই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

মো. আরাফাত হোসেন/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।