বিজয় দিবসের অনুষ্ঠান বর্জনের ঘোষণা ৯৬ মুক্তিযোদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯

মুক্তিযোদ্ধা ভাতা ও বিজয় দিবসের সম্মানী না পাওয়ায় আগামীকাল সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন লালমনিরহাট সদর উপজেলার ৯৬ জন মুক্তিযোদ্ধা।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে এ ঘোষণা দেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাটের সাবেক সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক।

কমান্ডার মোজাম্মেল হক বলেন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার বলেছেন, স্থানীয় মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করবেন। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের চেনেন না বলে অপমানিত করেছেন। এজন্য আগামীকাল সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন ৯৬ জন মুক্তিযোদ্ধা। একই সঙ্গে বিজয় দিবসের অনুষ্ঠান প্রত্যাখ্যান এবং এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তারা।

স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, শুধু বিজয় দিবসের অনুষ্ঠান বর্জন নয়, এ ঘটনার প্রতিবাদে সোমবার সকালে শহরের মিশন মোড় চত্বরে মানববন্ধন করবেন তারা।

স্থানীয় সূত্র জানায়, লালমনিরহাট সদর উপজেলার ৯৬ জন মুক্তিযোদ্ধার মধ্যে ভারতীয় তালিকাভুক্ত ২২ জন, লাল মুক্তিবার্তাভুক্ত ২৯ জন, সেনাবাহিনীর তালিকাভুক্ত একজনসহ মোট ৯৬ জনকে উৎসব ভাতা দেয়া হয়নি।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, আব্দুল মোন্নাফ ও কলিমুদ্দিন জানান, ২০১৭ সালের আগ পর্যন্ত ‘ক’ তালিকাভুক্ত ছিলেন তারা। কিন্তু যাচাই-বাছাইয়ের নাম করে এখন তাদের ‘গ’ তালিকাভুক্ত করা হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। গত ঈদেও আমরা ভাতা পেয়েছি। এখন তাহলে কেন আমরা ভাতা পাব না?

জানতে চাইলে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার বলেন, একজন মুক্তিযোদ্ধা ৯৬ মুক্তিযোদ্ধার ভাতা চেয়েছেন। আমি বলেছি বিজয় দিবসের পর বিষয়টি নিয়ে আমরা বসব। এর বাইরে মুক্তিযোদ্ধাদের কিছুই বলা হয়নি।

রবিউল/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।