ভৈরবে ২৫ হাজার পাউন্ডসহ হুন্ডি ব্যবসায়ী গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৯

কিশোরগঞ্জের ভৈরব থেকে ২৪ হাজার ৯৬০ পাউন্ডসহ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ ৪৫ হাজার টাকা) আ. খালেক নামের এক হুন্ডি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল পৌনে ৭টার দিকে ভৈরব পৌর শহরের সিলেট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবদুল খালেক চাঁদপুর জেলার মতলব উপজেলার ঘোড়াবাড়ি গ্রামের আ. হাসিম মিয়ার ছেলে।

ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউজ্জামান জানান, আজ সকালে শহরের সিলেট বাসস্ট্যান্ড এলাকার রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় আ. খালেককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৪ হাজার ৯৬০ পাউন্ড পাওয়া যায়। এসব পাউন্ড নিয়ে তার সিলেট থেকে ঢাকা যাওয়ার কথা ছিল। ভৈরব এসে তিনি বাস পাল্টিয়ে অন্য বাসে করে ঢাকা যাওয়ার চেষ্টা করছিলেন। এ ঘটনায় তাকে গ্রেফতার দেখিয়ে থানায় মামলা করা হয়েছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, গ্রেফতার খালেক একজন হুন্ডি ব্যবসায়ী। তার বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে থানায় মামলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আসাদুজ্জামান ফারুক/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।