শাজাহান খান প্রেসিডিয়াম সদস্য হওয়ায় মিষ্টি বিতরণ
আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম কাউন্সিল শেষ হয়েছে শনিবার (২১ ডিসেম্বর)। কাউন্সিলে পরবর্তী তিন বছরের জন্য দলটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্তমান সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় বারেরমতো সাধারণ সম্পাদক পদে থাকছেন ওবায়দুল কাদের।
কাউন্সিলে দলের সভাপতিমণ্ডলী, যুগ্ম সাধারণ সম্পাদকের সব কটি পদে নেতা নির্বাচন করা হয়েছে। আটটি সাংগঠনিক সম্পাদক পদের মধ্যে পাঁচটিতে নিয়োগ দেয়া হয়েছে। আরও কয়েকটি সম্পাদক পদে কমিটিতে নিয়োগ দেয়া হয়েছে।
এবার আওয়ামী লীগের পদ পেয়েছেন মাদারীপুরের চারজন। সাবেক নৌমন্ত্রী শাজাহান খানসহ চার নেতা কমিটিতে পদ পাওয়ায় মাদারীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতাকর্মীরা।
এ নিয়ে বিকেলে আনন্দ মিছিল বের করা হয়। মাদারীপুর শহরের কলেজ গেট এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দলীয় সভাপতিকে ধন্যবাদ জানিয়ে আনন্দ-উল্লাস মেতে ওঠেন শাজাহান খানের সমর্থকরা।
শাজাহান খান ছাড়াও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে এবার যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। সাবেক দপ্তর সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের এমপি ড. আব্দুস সোবাহান গোলাপকে প্রচার প্রকাশনা সম্পাদক এবং সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক করে দেলোয়ার হোসেনকে একই পদে রাখা হয়েছে। জাতীয় পর্যায়ে মাদারীপুরের এসব নেতাকে স্থান দেয়ায় আনন্দে ভাসছে মাদারীপুর। নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।
এর মধ্যে শাজাহান খান মাদারীপুর-২ আসন থেকে সাত বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে আওয়ামী লীগের জাতীয় পর্যায়ে দলীয় কোনো পদ না থাকলেও এবার প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
এ কে এম নাসিরুল হক/এএম/জেআইএম