প্রেসার কুকার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১১:১০ এএম, ২৩ ডিসেম্বর ২০১৯

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাংস রান্নার সময় প্রেসার কুকার বিস্ফোরণে দুই বউ ও শাশুড়িসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) রাত ৭ টার দিকে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ওই গ্রামের বেলাল হোসেনের স্ত্রী জোবেদা বেগম (৫৫), তার দুই পুত্রবধু মুন্নি খাতুন (৩৫) ও পারুল আক্তার (২৮) এবং নাতি লিমন মিয়ার স্ত্রী হ্যাপি বেগম (২২)।

Lalmonirhat-2

জানা গেছে, লিমন মিয়ার স্ত্রী হ্যাপি বেগম প্রেসার কুকারে মাংস রান্না করছিলেন। তাদের রান্না ঘরে বসে গল্প করছিলেন বউ ও শ্বাশুড়ি। এ সময় প্রেসার কুকারে হঠাৎ বিস্ফোরণ ঘটলে জোবেদা বেগম, মুন্নি খাতুন, পারুল ও হ্যাপি বেগম দগ্ধ হন। স্থানীয়রা পরে তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

লিমন মিয়া বলেন, আমি বাড়ি বাইরে ছিলাম। হঠাৎ খবর পেয়ে তাদের উদ্ধার করে হাতপাতালে ভর্তি করি। আমার স্ত্রীসহ সবাই সুস্থ আছেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত চারজনই কিছুটা দগ্ধ হয়েছেন।

রবিউল হাসান/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।