ঘরবাড়ি উচ্ছেদ করছেন, কিন্তু ছেলে-সন্তান নিয়ে কোথায় যাব আমরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৭:২১ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯
ঘরবাড়ি উচ্ছেদ, দিশেহারা পরিবারগুলো

পঞ্চগড়ের তুলার ডাংগা এলাকার করতোয়া নদীর তীর রক্ষা বাঁধের দু’পাশে আশ্রয় নেয়া ৯৬ পরিবারের ঘরবাড়ি উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাস প্রমুখ।

এদিকে, হঠাৎ উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় সেখান বসবাসরত বাসিন্দারা তুলার ডাংগা ঈদগাহ মাঠের খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন। করতোয়ার পাশে বাঁধের জমিতে বসবাসকারীদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসনসহ তিন মাসের সময় দেয়ার কথা ছিল। কিন্তু কোনো কিছু না জানিয়ে আমাদের ঘরবাড়ি উচ্ছেদ করে দিল তারা।

Panchagarh-Ussed-Ovijan

করতোয়া নদীর তীর রক্ষা বাঁধের দু’পাশে আশ্রয় নেয়া ৯৬ পরিবারের ঘরবাড়ি উচ্ছেদ

তুলার ডাংগা করতোয়ার পাড়ে বসবাসকারী হুসনে আরা বলেন, নদীর পাশের ওই বাড়িতে ১০ বছর আগে বউ হয়ে এসেছিলাম। এখন আমার দুটি সন্তান। স্বামী রং মিস্ত্রি। কষ্ট করে টিন দিয়ে বাড়ি তৈরি করেছি। এখানের পরিবারগুলো ৪০ বছরের বেশি সময় ধরে বসবাস করছে। এখন ছেলে-সন্তান নিয়ে আমরা কোথায় যাব। দিশেহারা হয়ে বাড়ির পাশের ঈদগাহ মাঠে আশ্রয় নিয়েছি আমরা।

এ বিষয়ে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, নদী ও খাল দখলমুক্ত করতে এমন অভিযান সারাদেশে একযোগে শুরু হয়েছে। তুলার ডাংগা এলাকার করতোয়া বাঁধের দু’পাশে উচ্ছেদের জন্য সময়মতো চিঠি দিয়ে জানানো হয়েছে। তাদের পুনর্বাসনের জন্য দুটি আশ্রায়ণ প্রকল্পের স্থান নির্ধারণ করা হয়েছে। সেখানে ৫০টির মতো পরিবার থাকতে পারবে। আমরা তাদের পুনর্বাসনের চেষ্টা করছি।

সফিকুল আলম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।