খাল দখল করে বহুতল ভবন, গুঁড়িয়ে দেয়া হলো সব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯
খাল দখল করে গড়ে ওঠা বহুতল ভবন গুঁড়িয়ে দেয়া হলো

মাদারীপুর সদর উপজেলার রাস্তি ও মহিষেরচরের শতবর্ষী একটি খাল উদ্ধারে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। সোমবার সকালে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, মাদারীপুর পৌরসভা ও রাস্তি এলাকা দিয়ে বয়ে যাওয়া রাস্তি খালটি প্রায় একশ বছর ধরে দখলদারদের দখলে। স্থানীয়রা খাল দখল করে গড়ে তুলেছেন বহুতল ভবন। এতে হারিয়ে গেছে খালের অস্তিত্ব।

খালটি উদ্ধারের জন্য ইতোপূর্বে দেড়শজনের নামে উচ্ছেদ নোটিশ দিয়েছিল প্রশাসন। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ও যৌথভাবে উচ্ছেদ অভিযান চালায়। প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। দুপুর ১২টার দিকে পুরানবাজার কাঠপট্টি সেতুর নিচ থেকে গড়ে ওঠা কাঁচা-পাকা ঘর, দোকান ও ব্যবসায় প্রতিষ্ঠান ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

Madaripur-Khal-Dakhol

খাল দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন- মাদারীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রঞ্জন ঘটক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা প্রমুখ।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস বলেন, উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। শতবর্ষী এই খাল উদ্ধার করে ছাড়ব আমরা।

এ কে এম নাসিরুল হক/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।