সড়কে প্রাণ হারালেন শিক্ষিকাসহ তিনজন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯

মাদারীপুর সদর ও রাজৈর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজৈর উপজেলার কদমবাড়ি গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে অনুপম বিশ্বাস (৩২), রতন মজুমদারের ছেলে বিশ্বজিত মজুমদার (২৮) এবং সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের টিপু মাতব্বরের স্ত্রী ও ঘটমাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তানজিলা খানম (৪০)।

স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেল ৩টার দিকে রাজৈর উপজেলার কদমবাড়ি এলাকায় ইঞ্জিনচালিত মাহিন্দ্রা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে দুজন নিহত হন। বিকেল ৪টার দিকে সদর উপজেলার চরমুগরিয়া সরকারি শিশু পরিবার এলাকায় মাটি টানা ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষিকা নিহত হন।

পুলিশ জানায়, রাজৈর উপজেলার কদমবাড়ি বাজারের কাছে একটি তিন চাকার মাহিন্দ্রা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে অনুপম বিশ্বাস ও বিশ্বজিত মজুমদার নিহত হন।

অন্যদিকে সদর উপজেলার চরমুগরিয়া সরকারি শিশু পরিবার এলাকায় মাটি টানা ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষিকা তানজিলা খানম নিহত হন। পরে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

রাজৈর থানা পুলিশের ওসি খন্দকার শওকত জাহান ও সদর থানা পুলিশের ওসি সওগাতুল আলম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে দোষীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন।

এ কে এম নাসিরুল হক/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।