স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যা, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় স্কুলছাত্রী স্মৃতি আক্তার রিমাকে গণধর্ষণ শেষ হত্যার ঘটনায় করা মামলার আসামিদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবার।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে হোসেনপুর পৌরসভার জামাইল গ্রামে রিমার বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান নিহত রিমার বড় ভাই মো. মাসুদ মিয়া।

মাসুদ মিয়া বলেন, চাঞ্চল্যকর এ হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করা হলেও বাকিরা গ্রেফতার হয়নি। দীর্ঘ ছয় মাস পেরিয়ে গেলেও এখনো ডিএনএ টেস্টের নমুনা সংগ্রহ করা হয়নি। প্রভাবশালীদের মদদে আসামিদের বাঁচানোর পাঁয়তারা করা হচ্ছে।

নিহত স্মৃতির মা ও মামলার বাদী আঙ্গুরা খাতুন, চাচা মো. নবী উল্লাহ, খালু আলমাসসহ পরিবারের অন্যান্য সদস্য ও গ্রামের লোকজন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

গত ১৮ জুলাই হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী স্মৃতি আক্তার রিমা পাকুন্দিয়া উপজেলার গান্দারচর এলাকায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে গণধর্ষণ ও হত্যার শিকার হয়।

এ ঘটনার পরদিন রিমার মা আঙ্গুরা খাতুন বাদী হয়ে চিহ্নিত চারজনসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে পিবিআই।

নূর মোহাম্মদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।