মাদারীপুরে ঠান্ডাজনিত রোগে শিশুর মৃত্যু
মাদারীপুরের রাজৈরে শীতের তীব্রতায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তাহা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
শিশু তাহা উপজেলার বেপারীপাড়া গ্রামের ফ্রান্স প্রবাসী শামীম হোসেনের মেয়ে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার বেপারীপাড়া গ্রামের ফ্রান্স প্রবাসী শামীম হোসেনের দেড় বছরের শিশু কন্যা তাহা গত তিনদিন ধরে তীব্র শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ্ হয়ে পড়ে। এর মধ্যে তাকে ডাক্তারও দেখানো হয়। তবে শীতের তীব্রতা প্রকট আকার ধারণ করায় মঙ্গলবার সন্ধ্যায় সে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল জানান, নিউমোনিয়ায় আক্রান্ত তাহা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।
এ কে এম নাসিরুল হক/এমবিআর/এমকেএইচ