স্বামীকে পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৯
ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীকে পরকীয়ায় বাধা দেয়ায় ফাতেমা বেগম (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূর দুই শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ ।

গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

নিহতের পারিবার ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, সোমবার গভীর রাতে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে গৃহবধূ ফাতেমা তার স্বামী আশরাফুলকে পরকীয়ায় বাধা দেয়ায় পাষণ্ড স্বামী ট্রলিচালক আশরাফুল ও তার পরিবারের লোকজন ফাতেমাকে পিটিয়ে হত্যা করে লাশ বাড়ির আঙিনায় রেখে পালিয়ে যায়। পরের দিন মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রতিবেশীরা ওই গৃহবধূর নাক ও মুখে রক্ত, গলায় ক্ষত চিহ্ন অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে গোবিন্দগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গৃহবধূর আপন শাশুড়ি কাইফা বেগম ও সৎ শাশুড়ি কোহিনুর বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আফজাল হোসেন, গৃহবধূ ফাতেমা বেগমের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

জাহিদ খন্দকার/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।