প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:০৪ এএম, ২৫ ডিসেম্বর ২০১৯
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মোরশেদা আক্তার (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার প্রেমিকসহ দুইজন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রূপগঞ্জ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোরশেদা আক্তার নরসিংদীর কান্দাইল ইউনিয়নের ছোট বোনাইদ এলাকার শওকত আলীর মেয়ে এবং স্থানীয় পাচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, মঙ্গলবার সকালে মোরশেদা আক্তার বাড়ি থেকে কলেজ যাওয়ার কথা বলে তার প্রেমিক একই এলাকার আনোয়ার হোসেনের সঙ্গে ঘুরতে বের হন। তারা ভুলতা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে পূর্বাচলের দিকে যাচ্ছিলেন। পথে এশিয়ান হাইওয়ে সড়কে কালাদী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই কলেজছাত্রীর মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় আহত হয়েছেন ওই কলেজছাত্রীর প্রেমিক আনোয়ার হোসেন ও সিএনজিচালক হাসান মিয়া। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।