চাঁদা না পেয়ে বিদ্যালয়ের টয়লেট ভেঙে দিল বখাটেরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০১:০০ এএম, ২৬ ডিসেম্বর ২০১৯

ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের জন্য নির্মাণাধীন টয়লেট ভাঙচুর করেছে স্থানীয় কিছু বখাটে। টয়লেট নির্মাণকারী ঠিকাদারের কাছে ওই এলাকার কিছু বখাটে ছেলে চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে নির্মাণাধীন এ টয়লেট ভেঙে ফেলা হয় বলে কর্তৃপক্ষের অভিযোগ।

সংশ্লিষ্ট ঠিকাদার ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ব্র্যাক ইউনির্ভাসিটির ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ সাদ আন্দালিব তার ব্যক্তিগত অর্থে তিন লাখ টাকা ব্যয়ে ওই বিদ্যালয়ের ছাত্রীদের জন্য টয়লেট নির্মাণের উদ্যোগ নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করে তাদের দেয়া নির্ধারিত স্থানে গত ১৯ ডিসেম্বর সকালে টয়লেট নির্মাণ কাজ শুরু হয়।

গত রোববার (২২ ডিসেম্বর) রাতের যেকোনো সময় টয়লেটের নির্মাণাধীন অংশ ভেঙে ফেলে বখাটেরা। পরদিন সকালে নির্মাণশ্রমিকরা এসে ভাঙা দেখতে পান। তখন এলাকার রাজিব হোসেন, বণি ওরফে বাবু ও রিপন মল্লিক এসে শ্রমিকদের হুমকি দিয়ে বলে যায়, ‘আমরা টয়লেট ভেঙেছি, পারলে তোরা কিছু করিস’।

এ ব্যাপারে ঠিকাদার আসাদুজ্জামান বলেন, বিদ্যালয়ের টয়লেট নির্মাণে এলাকার কিছু বখাটে চাঁদা দাবি করেছে। টাকা না পেয়ে নির্মাণাধীন দেয়াল ভেঙে ইট ও রড নিয়ে গেছে। এতে আমাদের প্রায় ৪০ হাজার টাকারও বেশি ক্ষতি হয়েছে। আমরা এর বিচার চাই। তবে এখন কাজ পুনরায় শুরু করা হয়েছে।

রায়াপুর আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছেদুর রহমান বলেন, ব্যক্তিগত অর্থের কাজেও চাঁদা দাবি এটা দুঃখজনক। এ ব্যাপারে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেব।

তবে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মো. আতিকুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।