রাস্তার পাশে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:৩১ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ায় পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরের দিকে জেলা শহরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কোয়ার্টারের সামনের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া শহর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রভাস চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পথচারীদের মাধ্যমে জানতে পারি সদর হাসপাতালের কোয়ার্টারের সামনে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ পড়ে রয়েছে। এরপর ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।