দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৭.২ ডিগ্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১১:৫১ এএম, ২৮ ডিসেম্বর ২০১৯
ফাইল ছবি

উত্তরের জেলা দিনাজপুরে দিন দিন কমছে তাপমাত্রা। শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গিয়ে দু'দিন পর জেলায় সূর্যের দেখা মিলেছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তোফাজ্জল হোসেন জানান, শনিবার ভোরে দিনাজপুরে তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও সূর্যের দেখা মেলায় সকাল ৯টায় তাপমাত্রা বেড়ে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এ জেলায় শুক্রবার (২৭ ডিসেম্বর) ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার থেকে দিনাজপুরে সূর্যের দেখা মেলেনি। শনিবার সকাল থেকে সূর্যের দেখা মেলায় জনজীবন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। দু-এক দিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।