সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি করে কারিগরি বিষয় চালু ২০২১ সালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯

২০২০ সাল থেকে দেশের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে দুইটি করে ট্রেড (বিষয়) চালু হচ্ছে। আর ২০২১ সালের মধ্যে দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে চালু করা হবে।

এসব ট্রেড চালুর উদ্দেশ্য সম্পর্কে মন্ত্রী বলেন, এসব ট্রেড শিখে শিক্ষার্থীরা যেন নিজেদের কর্মক্ষম করে তুলতে পারে।

শনিবার বিকেলে চাঁদপুরের বাবুরহাট হাইস্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এ বছরের শুরুতে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান অসদুপায় অবলম্বন করে। আমরা সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর কড়া নজরদারি রাখছি। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা চাই। কারণ সাংবাদিকদের লেখার কারণে আমাদের কাজগুলো করতে সহজ হয়।

ইকরাম চৌধুরী/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।